সুপ্রিম কোর্টের নির্দেশে বাংলা ছবি ভবিষ্যতের ভূত রাজ্যের সিনেমাহল গুলিতে চালাতে আর কোন বাধা রইল না। শনিবার ভবিষ্যতের ভূত ছবির পরিচালক অনীক দত্তকে সঙ্গে নিয়ে দুর্গাপুরের শিল্পী সমন্বয়ের সদস্যরা দুর্গাপুরের সিটি সেন্টারের বিগ বাজার থেকে গান্ধী মোড় সংলগ্ন জাংশন মল পর্যন্ত মিছিল করেন। শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবি ও বাম রাজনৈতিক ব্যক্তিত্বরা এদিন মিছিলে পা মেলান।

মিছিল শেষে ভবিষ্যতের ভূত সিনেমার পরিচালক অনীক দত্ত বলেন, ‘প্রযোজকদের আর্থিক সহায়তা ও সিনেমাপ্রেমীদের ভালোবাসায় মামলা লড়ে সুপ্রিম কোর্টে ভবিষ্যতের ভূত মুক্ত হয়েছে। রাজ্যের সিনেমাহল গুলিতে ভবিষ্যতের ভূত বিনা বাধায় এবার সিনেমাপ্রেমীরা দেখতে পাবেন।’ আগামী কাল থেকে রাজ্যের সব সিনেমা হলে ভবিষ্যতের ভূত ছবির শো শুরু হবে বলে জানান ছবির পরিচালক অনীক দত্ত। তবে ভবিষ্যতের ভূত ছবি ইচ্ছাকৃত ভাবে সিনেমা হলে প্রদর্শন না করলে সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করার দায় বর্তাবে সেই সিনেমা হলের উপর – সে কথাও স্মরণ করিয়ে দেন ছবির পরিচালক অনীক দত্ত।

উল্লেখ্য, ফেব্রুয়ারি মাসে রিলিজের পর থেকেই কোন এক অজ্ঞাত কারণে রাজ্যের সিনেমাহল গুলির মালিকরা পরিচালক অনীক দত্তের বাংলা ছবি ভবিষ্যতের ভূত দেখানো বন্ধ রাখেন। এই নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল হয়। কলকাতা সহ রাজ্যের বিভিন্ন এলাকায় এর প্রতিবাদে শিল্পী, সাহিত্যিক ও বুদ্ধিজীবিরা পথে নামেন। শেষমেশ ছবির প্রযোজক অনীক দত্তের পাশে দাঁড়ান। ছবিটি প্রদর্শনের জন্য আইনের দ্বারস্থ হন। সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয়। শুক্রবার সেই মামলার রায় বের হয়। সুপ্রিম কোর্ট ভবিষ্যতের ভূত বিনা বাধায় রাজ্যের সমস্ত সিনেমাহলে চালানোর নির্দেশ দেয় বলে জানা গেছে। সুপ্রিম কোর্টের সেই নির্দেশকে হাতিয়ার করে কলকাতা সহ শনিবার দুর্গাপুরে বুদ্ধিজীবিদের মহা মিছিল বের হয়।



Like Us On Facebook