মুচিপাড়া-শিবপুর রোডের সরস্বতীগঞ্জের কাছে একটি সরকারি গাড়ির সঙ্গে উল্টো দিক থেকে আসা দ্রুতগতির ট্রাকের মুখোমুখি ধাক্কায় চার জন আহত হন। জানা গেছে, আহতদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের উদ্ধার করে প্রথমে দুর্গাপুর মহকুমা হাসপাতালে আনা হয়। অবস্থার অবনতি হলে তিনজন কেই দুর্গাপুরের বিধান নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ঘাতক গাড়ির চালক ও খালাসি পলাতক।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সরকারি গাড়িটি কমার্শিয়াল ট্যাক্স দফতরের। গাড়িটি শিবপুরের দিকে যাচ্ছিল। সেই সময় উল্টো দিক থেকে একটি ট্রাক মুচিপাড়ার দিকে দ্রুতগতিতে আসছিল। সরস্বতীগঞ্জের উপর দিয়ে যাওয়ার সময় দশচাকার ট্রাকটির সামনের টায়ার ফেটে গেলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে কমার্শিয়াল ট্যাক্স দফতরের গাড়িতে ধাক্কা মারে। গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনায় কমার্শিয়াল ট্যাক্স দফতরের গাড়িতে থাকা তিন আধিকারিক সহ গাড়ির চালক আহত হন। খবর পেয়ে কাঁকসা থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করে প্রথমে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে এবং পরে অবস্থার অবনতি হলে তাঁদের দুর্গাপুরের বিধান নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়।