বুধবার দূর্গাপুর পৌরসভার সদ্য নির্বাচিত কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠান। শপথ গ্রহণ অনুষ্ঠানেকে ঘিরে দুর্গাপুরের সিধু-কানু ইন্ডোর স্টেডিয়ামে সাজো সাজো রব। শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য নীল-সাদা রঙে সেজে উঠেছে সিধু-কানু ইন্ডোর স্টেডিয়াম। সবুজ কার্পেটে মোড়া হয়েছে স্টেডিয়ামের অন্দরমহল। ভিতরে অস্থায়ী স্টেজ তৈরি হয়েছে। এখানে ৪৩ জন সদ্য নির্বাচিত কাউন্সিলার শপথ নেবেন। শপথ গ্রহণ প্রত্যক্ষ করতে প্রায় দশ হাজারের অধিক মানুষ এখানে জমায়েত হবেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা তৃণমূল কংগ্রেসের বর্ধমান জেলার পর্যবেক্ষক তথা মন্ত্রী অরূপ বিশ্বাস সহ অনেক তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতাদের। শপথ গ্রহণ অনুষ্ঠানস্থল কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে মুড়ে ফেলা হয়েছে। প্রচুর পুলিশ মোতায়েন থাকছে গোটা এলাকায়। শপথ গ্রহণের পর পৌরসভার মেয়র নির্বাচন হবে বলে জানা গেছে। এদিকে নতুন মেয়র কে হবেন এই নিয়ে জল্পনা চলছে গোটা দুর্গাপুর জুড়ে।
Like Us On Facebook