মধুচক্র চালানোর অভিযোগে মেমারিতে জাতীয় সড়ক সংলগ্ন একটি বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ গ্রেফতার করল ৫ যুবককে, উদ্ধার ৮ মহিলা। পুলিশ সূত্রে জানা গেছে, দোতলা একটি বাড়িকে অবৈধ হোটেল বানিয়ে রমরমিয়ে চলছিল মধুচক্র। মঙ্গলবার রাতে মেমারির কানাইডাঙা এলাকার সেই বাড়িতেই হানা দিয়ে পুলিশ মধুচক্র চালানোর অভিযোগে ৫ জন যুবককে গ্রেফতার করেছে। পাশাপাশি ৮ জন মহিলাকে উদ্ধার করে পুলিশ। বুধবার ধৃতদের বর্ধমান আদালতে তোলা হয়। ধৃতদের নাম মোহাম্মদ চাঁদ, আনিসুর রহমান ওরফে রাজু, দেবু বালা, শম্ভু ক্ষেত্রপাল, বিশ্বজিত মন্ডল। এদের মধ্যে মোহাম্মদ চাঁদ বাড়ির মালিক বলে পুলিশ সূত্রে জানা গেছে। দীর্ঘদিন ধরেই জাতীয় সড়কের ধারে এই বাড়িটিতে অসামাজিক কাজকর্ম চলছে বলে অভিযোগ আসছিল। এদিন পুলিশি অভিযানে ৫ জন যুবক ধরা পড়ে এবং ৮ জন মহিলাকে উদ্ধার করা হয়।