পশ্চিমী ঝঞ্ঝার জেরে মঙ্গলবার বিকেল থেকে রাতভর দফায় দফায় বৃষ্টি হয় দুর্গাপুরে। বুধবার সকাল থেকে ঘন কুয়াশার চাদরে ঢাকে শিল্পশহর দুর্গাপুর। মঙ্গলবার রাতভর বৃষ্টিপাতের ফলে শীতের দাপটও কিছুটা বেড়েছে জেলাজুড়ে। বুধবার সকালে শিল্পাঞ্চল কুয়াশার চাদরে ঢেকে যাওয়ার ফলে জাতীয় সড়ক সহ বিভিন্ন রাস্তায় যানবাহনের গতি স্লথ হয়ে পড়ে। অন্যদিকে, আগামী দিনে এই কুয়াশার প্রকোপ আরও বাড়তে পারে বলে আবহাওয়াবিদরা মনে করছেন।
Like Us On Facebook