মেমারির দেবীপুর গ্রাম পঞ্চায়েতের পুণ্যগ্রামের আদিবাসী পাড়ার বাসিন্দা সূর্য বেসরা এবারের মাধ্যমিক পরীক্ষার ফলাফলে রীতিমত তাক লাগিয়ে দিল। তার প্রাপ্ত নম্বর ৬২৬। মেমারির দেবীপুর আদর্শ হাই স্কুলের ছাত্র সূর্য বেসরা জানিয়েছে, এই ফলাফলে সে খুশি। তার আশা ছিল ৬৫০-এর কাছাকাছি নম্বর পাবে। সূর্য জানিয়েছে, সে বাংলায় পেয়েছে ১০০, ইংরেজিতে ৮২, অংকে ৬৯, ভৌতবিজ্ঞানে ৯৭, জীবন বিজ্ঞানে ৯০, ইতিহাসে ৯৩ এবং ভূগোলে পেয়েছে ৯৫। সূর্য জানিয়েছে, সে ডাক্তার হতে চায়। ছোটবেলা থেকেই মা-বাবাকে ছেড়ে এসে মাসির কাছে মানুষ। মাসি দিন মজুরের কাজ করেন। সংসারে তীব্র অভাব অনটন। তাই স্থানীয় পুণ্যগ্রামের শ্রী কৃষ্ণানন্দ আশ্রমে থেকে সে পড়াশোনা করেছে। সেখানে কিছু বন্ধু থাকলেও বাইরে বন্ধু নেই। কোনও প্রাইভেট শিক্ষকও ছিল না। সূর্য জানিয়েছে, আশেপাশের এলাকায় হাসপাতাল নেই। কাছাকাছি চিকিৎসক থাকলে সুবিধা হবে। আর তাই তার ইচ্ছা সে ডাক্তার হয়ে মানুষের সেবা করবে। সূর্যর মাসি সম্বরি সোরেন জানিয়েছেন, এই ফলাফলে তিনি খুব খুশি। ৪ বছর বয়সে নিয়ে আসেন তিনি সূর্যকে। তাঁর কাছে রেখেই দিন মজুরি করে পড়াশোনা শিখিয়েছেন। সূর্যের বাবা কাজ করে না। তাই বাধ্য হয়েই ওকে নিয়ে আসতে হয়েছিল। তিনি জানিয়েছেন, তাঁরও ইচ্ছা সূর্য ডাক্তার হোক। তিনি জানিয়েছেন, সূর্যের উচ্চ শিক্ষার জন্য কেউ সহযোগিতা করলে খুবই উপকার হয় তাঁদের।

Like Us On Facebook