আবারও জলযন্ত্রণার শিকার শিল্পাঞ্চলবাসী। দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটিসেন্টার বাস স্ট্যান্ডের বেহাল দশার চিত্র ফের একবার ক্যামেরায় উঠে এল। পশ্চিমী ঝঞ্ঝার দাপটে মঙ্গলবার বিকেল থেকেই শিল্পাঞ্চলজুড়ে মুষলধারায় শুরু হয় বৃষ্টিপাত। ঘন্টাখানেকের বৃষ্টিপাতে জলমগ্ন হয়ে পড়ে সিটি সেন্টার বাসস্ট্যান্ড। অসুবিধায় পড়েন নিত্যযাত্রী থেকে শুরু করে স্থানীয় দোকানদাররা। বিশেষ করে জল জমে যায় আসানসোলগামী সিটিসেন্টার বাসস্ট্যান্ডের দিকে। জমা জলে আটকে পড়ে একটি চারচাকা গাড়িও। বাস বা অটো ধরতে আসা যাত্রীদের অভিযোগ, ওই স্ট্যান্ডে প্রতীক্ষালয় না থাকায় শীতের সন্ধ্যায় কাকভেজা হয়ে বাস বা অটোর জন্য তাঁদের অপেক্ষা করতে হচ্ছে। প্রসঙ্গত দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার তরফে অত্যাধুনিক প্রতীক্ষালয় নির্মাণের কাজ চলছে ওই স্ট্যান্ডে। যার জন্য বিগত প্রায় এক মাস আগে পুরানো প্রতীক্ষালয় তথা স্ট্যান্ডটি ভেঙে ফেলা হয়েছে। তার জায়গায় বর্তমানে কোন অস্থায়ী প্রতীক্ষালয় বা মাথা গোঁজার ছাউনি তৈরি করা হয়নি। যার ফলে ব্যস্ততম সিটি সেন্টার স্ট্যান্ডে শয়ে শয়ে মানুষকে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে।

Like Us On Facebook