ক্রেতাদের হুঁশ নেই, তাই বাজার বন্ধ করে দিয়ে সোশ্যাল ডিসট্যান্সিংয়ের সবক শেখাতে আসরে নামল খোদ বিক্রেতারা। দুর্গাপুর রেল স্টেশন সংলগ্ন সেন মার্কেটের ব্যবসায়ীরা গত কয়েকদিন ধরেই ক্রেতাদের হুড়োহুড়ি দেখে নিজেদের জীবনের সুরক্ষায় সোমবার বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নেন। সোমবার সকালে সেন মার্কেটে গিয়ে দেখা যায় সবজি, ফল, মাছ বাজার সম্পূর্ণ বন্ধ। যদিও ক্রেতারা বাজারে আসেন অন্যান্য দিনের মতোই থলি হাতে করে এবং তাঁরা ফিরে যান।

মার্চের ২৭ তারিখে ক্রেতাদের স্বাস্থ্য বিধি মেনে চলার বার্তা দিতে এই সেন মার্কেট বন্ধ রাখেন বিক্রেতারা। তাতেও হুঁশ ফিরেনি ক্রেতাদের। বিক্রেতাদের অভিযোগ, সোশ্যাল ডিসট্যান্সিং তো দূর অস্ত, নূন্যতম স্বাস্থ্যবিধি মানার মানসিকতা দেখাচ্ছেন না ক্রেতারা। স্বাভাবিকভাবেই এবার দুর্গাপুরের সেন মার্কেটের ব্যবসায়ীরা নিজেরাই নিজেদের জীবনের সুরক্ষায় সোমবার বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন বলে ব্যবসায়ীরা জানান।

স্থানীয় কাউন্সিলর শিপূল সাহা বলেন, ‘আমরা ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে ফের কিভাবে সামাজিক দূরত্ব সহ স্বাস্থ্যবিধি মেনে বাজার খোলানো যায় তার চেষ্টা করছি।’ তিনি আরও বলেন, ‘ক্রেতাদের হুড়োহুড়ি ছাড়াও সমাজের অন্যান্য পেশার অনেক মানুষ লকডাউনে কাজ বন্ধ হয়ে যাওয়ায় এখন তারাও সেন মার্কেটে এসে সবজি বিক্রি করছে। এতে ক্রেতাদের সঙ্গে বাড়তি বিক্রেতাদের আগমনে সেন মার্কেটে আরও ভিড় বাড়ছে। নিয়ম মেনে খুব শীঘ্রই বাজার খোলানোর চেষ্টা করা হচ্ছে।’

Like Us On Facebook