কর্মরত অবস্থায় মৃত শ্রমিকের পোষ্যদের চাকরির দাবিতে দুর্গাপুর প্রোজেক্টস লিমিটেডের (ডিপিএল) গেটের সামনে অবস্থানরত পোষ্যদের বিক্ষোভ  তুলে নেওয়ার অনুরোধ করলেন দুর্গাপুরের মহকুমা শাসক শঙ্খ সাঁতরা। শনিবার খবর পেয়ে মানবিক কারণেই ডিপিএল গেটের সামনে পৌঁছে যান মহকুমা শাসক। তিনি বিক্ষোভরত পোষ্যদের বক্তব্য শুনে বিষয়টি দেখার আশ্বাস দেন। গত দু’মাস ধরে বিক্ষিপ্ত ভাবে আন্দোলনের পর গত তিনদিন ধরে টানা প্রবল রোদ উপেক্ষা করেই পোষ্যদের অবস্থান বিক্ষোভ চলছে ডিপিএলের গেটের সামনে। বিক্ষোভরত এক পোষ্য বলেন কর্মরত অবস্থায় মৃত কর্মীদের পোষ্যদের চাকরি দিতে ডিপিএল কর্তৃপক্ষ চরম টালবাহানা করছে। বয়স পেরিয়ে গেলে চাকরি পাওয়াই অনিশ্চিত হয়ে যাবে। একমাত্র চাকরিজীবি অভিভাবক কর্মরত অবস্থায় কারখানায় মারা যাওয়ায় পোষ্যদের পরিবার গুলি চরম দুর্ভোগের মধ্যে যে রয়েছে সেকথা মহকুমা শাসকের কাছে এদিন তুলে ধরেন আন্দোলনরত পোষ্যরা। এদিন দুর্গাপুর শিল্পাঞ্চল তৃণমুল কংগ্রেসের সভাপতিও বিক্ষোভরত পোষ্যদের পাশে গিয়ে দাড়ান।

Like Us On Facebook