শনিবার রাতে আপনজন ছবির প্রচারে দুর্গাপুরের বিগ বাজারে এলেন বাংলা ছবির অভিনেতা সোহম ও অভিনেত্রী শুভশ্রী সহ আপনজন ছবির কলাকুশলীরা। বাংলা চলচ্চিত্রের দুই জনপ্রিয় অভিনেতাকে হাতের কাছে পেয়ে দর্শক উন্মাদনায় এলাকায় ভিড় জমে সিটি সেন্টারের ব্যস্ততম রাস্তায় যান জটের সৃষ্টি হয়। যদিও পুলিশ তৎপরতার সঙ্গে অবস্থা সামাল দেয়।

Like Us On Facebook