করোনা আক্রান্ত হলেন দুর্গাপুরের মহাকুমাশাসক অনির্বাণ কোলে। মঙ্গলবার সন্ধ্যায় তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসায় তাঁকে দুর্গাপুরের মলানদিঘির সনাকা কোভিড হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, কয়েকদিন ধরে তিনি শারিরীক অসুস্থতা বোধ করছিলেন। এরপর তিনি কোভিড টেস্ট করান। মঙ্গলবার সন্ধ্যায় তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসায় তাঁকে সনাকা কোভিড হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।
উল্লেখ্য, এর আগেও করোনা মোকাবিলায় কর্তব্য পালন করতে গিয়ে দুর্গাপুর মহকুমা প্রশাসনের দুই জন ম্যাজিস্ট্রেট সহ কয়েকজন কর্মী করোনায় আক্রান্ত হয়েছিলেন। সেই সময় মহকুমাশাসকের করোনা রিপোর্ট নেগেটিভ আসে। দুর্গাপুর মহকুমা কার্যালয় সেই সময় বন্ধ করে দেওয়া হয় কয়েকদিনের জন্য। তারপর মহাকুমা কার্যালয়ের অসুস্থ কর্মীরা সকলেই সুস্থ হয়ে ফের কাজে যোগদান করেন। তার প্রায় তিনমাস পর দুর্গাপুরের মহকুমাশাসক অনির্বাণ কোলে করোনায় আক্রান্ত হলেন।
জানা গেছে, গত কয়েকদিন ধরে মহাকুমাশাসক স্বমহিমায় প্রশাসনিক গুরুত্বপূর্ণ কাজকর্ম সেরেছেন। অনেক সাধারণ মানুষ সহ প্রশাসনিক আধিকারিকরা মহকুমাশাসকের সংস্পর্শে এসেছেন। মহকুমাশাসক করোনা আক্রান্ত হওয়ায় মহকুমা কার্যালয় বন্ধ থাকবে কিনা সেই বিষয়ে কোন খবর পাওয়া যায়নি প্রশাসনিক স্তর থেকে।