দু’দিনের বর্ষার জলে জলমগ্ন হয়ে একটা স্কুল সাময়িক বন্ধ হয়ে গেল। কাঁকসার হাজরাবেড়া প্রাথমিক বিদ্যালয়টি জাতীয় সড়কের পানাগড় বাইপাশের পাশে অবস্থিত। বাইপাশ তৈরি হওয়ার পর ওই রাস্তা স্কুল থেকে অনেকটা উঁচু হওয়ায় নিকাশি সমস্যার জন্য বেশি বৃষ্টি হলেই আশপাশের সমস্ত জল ঢুকে পড়ছে স্কুল প্রাঙ্গণে। এর ফলে স্কুলের ক্লাস রুম সহ গোটা স্কুলটিই জলমগ্ন হয়ে যাওয়ায় বাধ্য হয়েই স্কুলটি বন্ধ করে দেয় স্কুল কর্তৃপক্ষ। স্থানীয় ৬০ জন ছাত্রছাত্রী পঠন-পাঠন করে এই স্কুলে। স্কুল জলমগ্ন হয়ে পড়ায় অভিভাবকরাও ছেলে-মেয়েদের স্কুলে পাঠাতে ভরসা পাচ্ছেন না। ফলে স্কুল বন্ধ করে দেয় স্কুল কর্তৃপক্ষ। স্কুলের মিডডে মিলের চাল ডাল সবই নষ্ট হয়ে গেছে বলে স্কুল সূত্রে জানা গেছে। স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের অভিযোগ, পানাগড়ের বাইপাশ রাস্তা হওয়ার পরই গত দু’বছর ধরে বৃষ্টি হলেই আশপাশের জল এসে স্কুলটিকে জলমগ্ন করে দিচ্ছে অথচ জাতীয় সড়ক কর্তৃপক্ষকে সব জানানো সত্বেও জাতীয় সড়ক কর্তৃপক্ষ কোন ব্যবস্থা নেয় নি। এর ফলে ভুগছে হাজরাবেড়া প্রাথমিক বিদ্যালয়ের ৬০ জন ছাত্রছাত্রী ও শিক্ষক-শিক্ষিকারা। কাঁকসার বিডিও অরবিন্দ বিশ্বাস সব শুনে বিষয়টি দেখার আশ্বাস দেন।
Like Us On Facebook