দুর্গাপুরের ভুয়ো পাঁচ চিকিৎসকের বিরুদ্ধে অবশেষে এফআইআর দায়ের করল স্বাস্থ্য দপ্তর। দুর্গাপুর মহকুমা প্রশাসন ওই পাঁচ ভুয়ো চিকিৎসকের নাম প্রকাশ করে পুলিশকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়। দুর্গাপুর মহকুমাশাসকের নির্দেশে মহকুমা কার্যালয়ের একজন ম্যাজিস্ট্রেট সহ দুর্গাপুর নগর নিগমের স্বাস্থ্য দপ্তরের মেয়র পারিষদ লাভলি রায় ও অন্যান্য আধিকারিদের উপস্থিতিতে গত সপ্তাহে দুর্গাপুর শহর জুড়ে ভুয়ো চিকিৎসক ধরার প্রাথমিক আভিযানে পাঁচ ভুয়ো চিকিৎসক ধরা পড়ে। গত এক সপ্তাহ ধরে তদন্ত চলার পর বুধবার অবশেষে দুর্গাপুর মহকুমাশাসকের নির্দেশে স্বাস্থ্য দপ্তর পাঁচ ভুয়ো চিকিৎসকের বিরুদ্ধে এফআইআর দায়ের করল। ওই পাঁচ চিকিৎসক হলেন, কুড়ুলিয়া ডাঙ্গার সুদিম দাম, রামানুজমের অসীম মুখার্জী, রঘুনাথপুরের এস আর সর, কাদা রোডের  এস কে রজক ও  দুর্গাপুর ইস্পাত নগর সি জোনের গৌতমবুদ্ধ মার্গের ছবিলাল ঠাকুর। অভিযুক্ত চিকিৎসকেরা শংসাপত্র নিয়ে রোগীদের চিকিৎসার অপরাধে অভিযানে ধরা পড়ে। তদন্তের পর প্রশাসন অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশকে আইনানুগ ব্যবস্থা নিতে নির্দেশ দেয় বলে জানা গেছে।

Like Us On Facebook