আগামী ৬ আগস্ট দুর্গাপুর নগর নিগমে নির্বাচন হওয়ার সম্ভাবনা। নির্বাচন কমিশন সূত্রে এই খবর ছড়িয়ে পড়ায় দুর্গাপুর শিল্পাঞ্চল জুড়ে ভোটের আবহাওয়া এসে গেল। ডান, বাম সমস্ত রাজনৈতিক দলই কোমর বেঁধে দুর্গাপুর নগর নিগম দখল করতে গত কয়েক মাস ধরেই মরিয়া লড়াইয়ে নেমে পড়েছে। নির্বাচন কমিশন সূত্রে খবর ৬ আগস্ট রাজ্যের ৬টি পৌরসভা ও একটি নোটিফায়েড এরিয়া অথরিটির নির্বাচন হতে চলেছে, সেই সার্কুলারে দুর্গাপুর নগর নিগমের নাম রয়েছে বলে সূত্র মারফৎ জানা গেছে। দুর্গাপুর নগর নিগমের মেয়াদও উত্তীর্ণ হচ্ছে আগামী ২৮ জুন। স্বাভাবিক ভাবেই  বিরোধীদের দাবি আমল দিয়ে  প্রশাসক না বসিয়ে নির্বাচন সঠিক সময়ে ৬ আগস্ট হওয়ার খবরে শাসক বিরোধী উভয়েই মেয়র পদ প্রার্থীর নাম গোপন রেখেই এখন ভোট যুদ্ধে অবতীর্ণ হয়ে দুর্গাপুর নগর নিগম দখল নেবার জন্য জোর প্রস্তুতি শুরু করে দিল। নিয়ম অনুসারে ভোটের বিজ্ঞপ্তি জারি হলেই ধীরে ধীরে ভোট লড়াই-এ শাসক তৃণমূল কংগ্রেস ভার্সেস বিরোধী দল কংগ্রেস ও সিপিএমের জোটের ছবিও স্পষ্ট হয়ে যাবে।

Like Us On Facebook