স্কুলে আর্থিক তছরুপের অভিযোগে গ্রেফতার করা হল দুর্গাপুরের জেমুয়ার ভাদুবালা বিদ্যাপীঠের সহকারী শিক্ষক বামাকালী মন্ডলকে। শুক্রবার অভিযুক্ত শিক্ষককে দুর্গাপুর মহকুমা আদালতে হাজির করে নিউ টাউনশিপ থানার পুলিশ। ভাদুবালা স্কুলের শিক্ষক বামাকালী মন্ডলের বিরুদ্ধে অভিযোগ, স্কুলের টিচার ইনচার্জ থাকাকালীন স্কুলের ছাত্রছাত্রীদের ফিস-এর বড় অঙ্কের টাকার গড়মিল করেও দীর্ঘদিন ধরে বামাকালী মন্ডল হিসাব দিচ্ছিলেন না। পুজোর আগে এই অভিযোগের ভিত্তিতে বামাকালী মন্ডলের সঙ্গে ছাত্রছাত্রীদের ব্যাপক ঝামেলা হয়। ছাত্রছাত্রীরা বামাকালী মন্ডলের কাছে আর্থিক গড়মিলের হিসাব চাইলেই পাল্টা অভিযোগ খাড়া করছেন।

পুজোর পর স্কুল খোলার পর একই ভাবে স্কুলের ছাত্রছাত্রীরা ফের হিসাব চাইলে বামাকালী মন্ডল অসুস্থ হয়ে পড়ে হাসপাতালে ভর্তি হন এবং তাঁকে পরিকল্পিতভাবে হেনস্থা করার অভিযোগ করেন স্কুলের প্রধান শিক্ষক ও ছাত্রছাত্রীদের বিরুদ্ধে। এরপর বৃহস্পতিবার বামাকালী মন্ডল ফের স্কুলে এলে ফের উত্তাল হয় ভাদুবালা স্কুল। স্কুল ছুটির পর রাত আটটা পর্যন্ত স্কুলের ছাত্রছাত্রীরা হিসেব চেয়ে অভিযুক্ত শিক্ষক বামাকালী মন্ডলকে আটকে রাখার সঙ্গে সঙ্গে স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকাদেরও আটকে রাখে। এরপর খবর পেয়ে মহকুমাশাসক অনির্বাণ কোলে স্থানীয় বিডিও এবং পুলিশকে ঘটনাস্থলে পাঠান। ছাত্রছাত্রীরা হিসাব চেয়ে স্কুলের গেটে তালা ঝুলিয়ে দেয় বলে অভিযোগ।

শেষমেশ পুলিশ বামাকালী মন্ডলকে উদ্ধার করে আনে এবং বামাকালী মন্ডলকে আটক করে পাশাপাশি অন্যান্য শিক্ষক-শিক্ষিকাদের ঘেরাও মুক্ত করে। পরে পুলিশ অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে। এদিন দুর্গাপুর মহকুমা আদালতে হাজির করার সময় অভিযুক্ত শিক্ষক বামাকালী মন্ডল নিজেকে নির্দোষ বলে দাবি করে বলেন, ‘আমাকে পরিকল্পিত ভাবে ফাঁসানো হয়েছে।’ পুলিশ অভিযুক্ত শিক্ষক বামাকালী মন্ডলকে নিজেদের হেফাজতে নিয়ে স্কুলে আর্থিক তছরুপের তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।


Like Us On Facebook