.
তিনদিন ধরে চলা টানা বৃষ্টিতে পান্ডবেশ্বরের নবগ্রামের মুর্শিদাবাদ পাড়ায় একটি বাড়ি টালির চাল সহ বৃহস্পতিবার রাতে ধসে গেল। বাড়ির লোকজন বাড়ি ধসে পড়ার আন্দাজ করতে পেরে দৌড়ে বাড়ির বাইরে চলে এলে কোন রকমে বাড়ির লোকজন প্রাণে বেঁচে যান বলে দাবি করেন বাড়ির কর্ত্রী জলিফা বিবি। জলিফা বিবি বলেন, ‘আমরা দিনমজুর। কোন ক্রমে একটি বাড়ি তৈরি করে থাকি। সরকারি প্রকল্পে একটি পাকা বাড়ি তৈরি করে দেওয়ার বারবার আবেদন করেও আজ পর্যন্ত কোন সাড়া পাই নি। এই তিন দিনের বৃষ্টিতে আমার বাড়িটি ভেঙে পড়ে গেল। আমরা এখন আশ্রয়হীন হয়ে গেলাম। পাড়ার এক সহৃদয় ব্যাক্তি আমাদের দুর্দশা দেখে তাঁর বাড়িতেই এখন থাকতে দিয়েছেন।’ স্থানীয় সূত্রে জানা গেছে, গত তিন দিন ধরে টানা বর্ষণে পান্ডবেশ্বরের বিভিন্ন নীচু এলাকায় জল জমতে শুরু করেছে। অনেক বস্তি এলাকায় মানুষের বাড়িতেও জল ঢুকেছে। সকলেই এখন স্থানীয় প্রশাসনের মুখাপেক্ষী হয়ে রয়েছেন বলে জানা গেছে।