১৩ আগস্ট দুর্গাপুর পুরভোটে শাসক দলের বহিরাগতদের তাণ্ডব, সন্ত্রাস, ভোট লুটের প্রতিবাদে রবিবার দুর্গাপুরের ১৩ নং ওয়ার্ডে গণতান্ত্রিক অধিকার রক্ষা মঞ্চ এক মৌন মিছিল বের করে। মেনগেট থেকে মিছিল বের হয়ে কাদা রোড হয়ে ফের মেন গেটে মিছিল শেষ হয়। এই মিছিলে প্রচুর মানুষ অংশ নেন।
অপরদিকে দুর্গাপুরের এমএএমসি বি মোড় থেকে জাতীয় সড়ক ইন্দো-আমেরিকান মোড় পর্যন্ত ১৩ আগস্ট পুরভোটে শাসক দলের দুষ্কৃতীদের ভোট লুট সহ দুর্গাপুর বাঁচাও ও গণতন্ত্র বাঁচাও শ্লোগানকে সামনে রেখে ১৩টি বাম গণসংগঠনের পক্ষ থেকে একটি মিছিল বের করা হয়।
Like Us On Facebook