রবিবার সাত সকালেই আগুন লেগে আতঙ্ক ছাড়ল দুর্গাপুরের মায়াবাজারের ডিটিপিএস এলাকায়। ডিটিপিএস-এর ৩নং ইউনিটের একটি ট্রান্সফর্মার থেকে সকাল সাড়ে সাতটা নাগাদ কারখানার কর্মীরা গল গল করে আগুন বের হতে দেখে দমকলে খবর দেয়। ট্রান্সফর্মারে আগুন লাগার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় আতঙ্ক ছড়ায়। ডিটিপিএসের ৩ টি ও পশ্চিমবঙ্গ ফায়ার সার্ভিসের ১ টি ইঞ্জিন এসে আগুন আয়ত্তে আনে। দমকলের প্রাথমিক অনুমান ট্রান্সফর্মার-এ শর্ট সার্কিটের ফলেই এই আগুন লেগে থাকতে পারে। পুলিশ তথাপি আগুন লাগার কারণ অনুসন্ধান করছে। আগুন লাগার ফলে ১৩২ কেভি ক্ষমতা সম্পন্ন ট্রান্সফর্মারটির বড় রকম ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ডিটিপিএস সূত্রে জানা গেছে।


 

Like Us On Facebook