অবশেষে দুর্গাপুর পুরসভার পক্ষ থেকে দুর্গাপুরে জীবাণুনাশক স্প্রে করা শুরু হল। রবিবার সিটি সেন্টারের বাজার, মামড়া বাজারে স্প্রে করা হয়। সোমবার দুর্গাপুরের লায়ন্স ক্লাব, প্রান্তিকা ফাঁড়ি হয়ে প্রধান বাজার, বেনাচিতির নাচন রোড ধরে রাসায়নিক স্প্রে করা হয়। এদিন দমকল বাহিনীর কর্মীরা নাচন রোড ধরে রাস্তার পাশে দু’দিকের সমস্ত দোকানের সামনের অংশও স্প্রে করে দেয়। স্যানিটাইজেশনের কাজ করার সময় দমকল বাহিনীর কর্মীদের সঙ্গে এদিন সর্বক্ষণ ছিলেন দুর্গাপুর পুরসভার স্বাস্থ্য দফতরের মেয়র পারিষদ রাখি তেওয়ারি।
রাখি তেওয়ারি বলেন, ‘আমরা দুর্গাপুর পুরসভার উদ্যোগে বিভিন্ন এলাকা জীবাণু মুক্ত করতে রাসায়নিক স্প্রে শুরু করেছি। গতকাল সিটি সেন্টারের বাজার এলাকা এবং মামড়া বাজার এলাকায় স্প্রে করা হয়েছে। আজ সোমবার বেনাচিতির নাচন রোড এবং লায়ন্স ক্লাব ও প্রান্তিকা ফাঁড়িতে স্প্রে করা হল। ধাপে ধাপে এইভাবে দুর্গাপুর পুরসভার পক্ষ থেকে স্প্রে করা হবে বলে জানান স্বাস্থ্য দফতরের মেয়র পারিষদ।