করোনার জেরে শ্রাদ্ধানুষ্ঠানের নিয়মভঙ্গের অনুষ্ঠান বাতিল করে সেই টাকায় চাল, ডাল, হাত ধোয়ার সাবান, তেল, নুন ও আলু তুলে দেওয়া হল গরীব দুঃস্থদের হাতে।বর্ধমানের বাজেপ্রতাপপুর ঘটনা।

স্থানীয় নবউদয় সংঘ ক্লাবের সম্পাদক উত্তম দে গত ২৫ মার্চ পরলোক গমন করেন। রীতি অনুযায়ী আজ তাঁর শ্রাদ্ধানুষ্ঠান ছিল। সেইমতো ব্রাহ্মণ দিয়ে অনাড়ম্বর ভাবে তাঁর পারলৌকিক ক্রিয়া সম্পন্ন করা হলেও করোনার কারণে সরকারি নিয়ম মেনে ভীড় এড়াতে বন্ধ রাখা হয় নিয়মভঙ্গের অনুষ্ঠান। পরিবর্তে পরিবারের সদস্যরা সিদ্ধান্ত নেন তাঁর নিয়মভঙ্গের অনুষ্ঠানে যে টাকা খরচ হতো তা দিয়ে বর্তমান করোনার জেরে উদ্ভূত পরিস্থিতিতে গরীবদের সাহায্য করা হবে। সেইমতো আজ প্রায় ১৫০ জন দুঃস্থ মানুষের হাতে তুলে দেওয়া হয় চাল, ডাল, তেল, সাবান, নুন ও আলু। পরিবারের সদস্য পঙ্কজ দে বলেন, ‘উত্তম ক্লাব সম্পাদক হওয়ার সুবাদে বরাবরই গরীব দুঃখীদের পাশে দাড়াত। তাই তাঁর মৃত্যুতে শ্রাদ্ধানুষ্ঠানের নিয়মভঙ্গের অনুষ্ঠান বাতিল রেখে গরীব দুঃস্থদের পাশে দাঁড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়।’

Like Us On Facebook