দুর্গাপুর-ফরিদপুর ব্লকের লাউদোহা-মাধাইপুর রোডে এক ব্যক্তিকে একটি বেপরোয়া বালি বোঝাই ট্রাক পিষে দিলে ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু ঘটে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায়। অবৈধ বেপরোয়া বালির গাড়ি চলাচলে এলাকার মানুষ বারবার দুর্ঘটনার কবলে পড়ছে বলে অভিযোগ তুলে বেশ কিছুক্ষণ পথ অবরোধ করেন স্থানীয় মানুষজন।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী ও কমব্যাট ফোর্স। পুলিশের আশ্বাস পেয়ে পরে অবরোধ উঠে যায়। জানা গেছে, মৃত ব্যক্তির নাম বিশ্বনাথ সিদ্ধান্ত (৩৫)। বীরভূমের বাসিন্দা। লাউদোহায় আত্মীয়ের বাড়িতে এসেছিলেন। রাস্তা দিয়ে যাওয়ার সময় বেপরোয়া বালি বোঝাই ট্রাক পিষে দেয় বিশ্বনাথবাবুকে‌। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু ঘটে। অবস্থা নিয়ন্ত্রণে এলে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

Like Us On Facebook