২৬ ফেব্রুয়ারি সকালে কাঁকসার দান বাবা মাজারে স্থানীয় বাসিন্দারা দেখেন দান বাক্স চুরি গেছে। এরপর কাঁকসা থানায় স্থানীয় বাসিন্দারা লিখিত অভিযোগ জানান। ৩ দিন কেটে গেলেও চুরির কিনারা না হওয়ায় ক্রমশ ক্ষোভ বাড়ছে এলাকার বাসিন্দাদের।

এলাকার বাসিন্দাদের অভিযোগ, দান বাক্স চুরি যাওয়ার কয়েকদিন আগে মাজার পরিচালন কমিটির একটি বৈঠক হয়েছিল আসন্য দান বাবার মেলা উপলক্ষ্যে। তার কয়েক দিন পরেই চুরি যায় দান বাক্স। প্রায় এক লক্ষ টাকার মতো জমা পড়েছিলো ওই বাক্সে। সেই দিয়েই এই বছর মেলার খরচ বহন করার কথা ছিল। কিন্তু চুরি যাওয়ার ফলে সমস্যায় পড়েছেন মাজার পরিচালন কমিটির সদস্যরা। প্রতি বছরের মত মার্চ মাসের শেষে দান বাবার মাজারে মেলা বসে। এখন কি ভাবে সেই উৎসবের খরচ বহন করবেন কমিটির সদস্যরা সেই নিয়েই চিন্তায় পড়েছেন তাঁরা।


Like Us On Facebook