দুর্গাপুরে দামোদর নদের বালির চরে দুর্গাপুরের এক যুবকের রকমারি ‘স্যান্ড আর্ট’ (বালু-শিল্প) এখন দর্শকদের কাছে সেল্ফি জোনে পরিণত হয়েছে। বালু-শিল্পী জীবনানন্দ রায় দমোদরের চরে বিভিন্ন দেবদেবী, যিশু, নাগকণ্যা থেকে নটরাজ সহ নানান ভাস্কর্য বালির উপর ফুটিয়ে তুলে দর্শকদের মনরঞ্জন করছেন। বালির উপর তাঁর এই শিল্পকর্ম দামোদর ব্যারেজ সংলগ্ন এলাকার এখন অন্যতম আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে। পিকনিকের মরশুমে তিনি প্রায় প্রতিদিনই বালির চরে নানান ভাস্কর্য তৈরী করে আকর্ষিত করেন পিকনিকে আসা মানুষজনকে। তাঁর হাতের নিখুঁত শিল্পকর্ম দেখার পাশাপাশি স্যান্ড আর্টের সঙ্গে সেলফি নিতে ভিড় জমাচ্ছেন পিকনিক করতে আসা মানুষজন।
জানা গেছে, দুর্গাপুরের বীরভানপুর এলাকার বাসিন্দা জীবনন্দ রায়। তাঁর বাবা মৃৎশিল্পী তিনি মাটি ও সিমেন্ট দিয়ে দেবদেবী ও মনিষীদের মূর্তি তৈরি করেন। জীবনানন্দবাবু বাবার কাজে অনুপ্রাণিত হলেও কোনও দিন মাটি ও সিমেন্ট দিয়ে ভাস্কর্য তৈরিতে আগ্রহী হন নি। বরং বাড়ির পাশেই দামোদর নদ, আর সেই নদের বালির চরে বালি দিয়ে নানান শিল্পকর্ম ফুটিয়ে তোলায় তাঁর আকর্ষণ ছিল বেশী। আর পাঁচটি বাচ্চার মতো বালিতে খেলতে খেলতে তিনি স্যান্ড আর্টে পারদর্শী হয়ে ওঠেন বলে জানান জীবনানন্দবাবু। জীবনানন্দবাবুর আক্ষেপ, জল বাড়লে ব্যারেজের গেট খুলে দিলে জলাধারের জলে তাঁর তৈরি স্যান্ড আর্ট জলে ধুয়ে যায় তখন বড় কষ্ট হয়।