করোনায় আক্রান্ত দুর্গাপুর মহকুমা হাসপাতালের একাধিক চিকিৎসক, নার্স ও হাসপাতাল কর্মী। এই অবস্থায় হাসপাতালে পরিষেবা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছ। যদিও পরিষেবা সচল রাখতে তৎপর হাসপাতাল কর্তৃপক্ষ। এমন খবর সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়ার পর হাসপাতালের পরিষেবা স্বাভাবিক রাখতে দুর্গাপুরের একদল যুবক স্বেচ্ছায় বিনা পারিশ্রমিকে হাসপাতাল কর্তৃপক্ষকে সাহায্য করতে হাসপাতালে হাজির হন। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে হাসপাতাল সুপার ধীমান মণ্ডল জানান, এই মুহূর্তে হাসপাতালের যা পরিস্থিতি এবং সরকারি হাসপাতালে এভাবে কাউকে রাখা যায় না। তবে প্রয়োজন পড়লে অবশ্যই বিষয়টি উচ্চতর কর্তৃপক্ষর সঙ্গে আলোচনা করা হবে। সেক্ষেত্রে তাঁদেরকে ডাকাও হতে পারে।

প্রসঙ্গত, দুর্গাপুর ইস্পাত হাসপাতালে আজ সোমবার থেকে বহির্বিভাগ সম্পূর্ণভাবে বন্ধ রাখার নির্দেশিকা জারি করেছে হাসপাতাল কতৃপক্ষ। পাশাপাশি জরুরি অস্ত্রোপচার ছাড়া সমস্ত অস্ত্রোপচারের তারিখও পিছিয়ে দেওয়া হয়েছে। খুব জরুরি কোন রোগী ছাড়া তেমনভাবে রোগীদেরকে ভর্তিও নেওয়া হবে না বলে হাসপাতাল সূত্রের খবর। এই অবস্থায় দুর্গাপুর ইস্পাত হাসপাতালেও এই যুবকের দল স্বেচ্ছায় বিনা পারিশ্রমিকে হাসপাতালে কাজ করতে চায় বলে জানিয়েছেন। উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন চিকিৎসক মহল থেকে সাধারণ মানুষ।

Like Us On Facebook