দুর্গাপুর সহ পশ্চিম বর্ধমানের মানুষের জন্য সুখবর। পূর্ব বর্ধমানের বর্ধমান মেডিকেল কলেজের পর পশ্চিম বর্ধমানের কাঁকসার মলানদিঘির সনাকা হাসপাতালে কোভিড-১৯ টেস্টের অনুমতি দিয়েছে আইসিএমআর। ইতিমধ্যেই সনাকা হাসপাতালটিকে সরকারি ভাবে করোনা-চিকিৎসার জন্য কোভিড হাসপাতালে পরিণত করা হয়েছে। সনাকা হাসপাতালে করোনা টেস্টের অনুমতি মেলায় রোগীদের কোভিড টেস্টের জন্য পশ্চিম বর্ধমানকে আর দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না বা কলকাতার মুখাপেক্ষী হয়ে থাকতে হবে না।

জানা গেছে, মঙ্গলবার মলানদিঘির সনাকা কোভিড হাসপাতালে প্রথম করোনা টেস্ট হয় এবং ফলাফল প্রকাশ করা হয়। তারমধ্যে দুর্গাপুরের দুই বৃদ্ধের করোনা রিপোর্ট নেভেটিভ পাওয়া যায়। দুর্গাপুরের সনাকা কোভিড হাসপাতালের ভাইস প্রেসিডেন্ট পার্থ পোবী বলেন, ‘সনাকা হাসপাতাল দক্ষিণবঙ্গের একটি নোডাল কোভিড হাসপাতাল। সনাকা হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের আন্তরিক প্রচেষ্টায় এখানে ভর্তি হওয়া করোনা রোগীরা করোনা মুক্ত হয়ে বাড়ি ফিরছেন। রাজ্য সরকারের গাইডলাইন মেনেই সনাকা কোভিড হাসপাতালে চিকিৎসকরা রোগীদের চিকিৎসা করে সুস্থ করে তুলছেন।’ তিনি আরও বলেন, ‘এরইমধ্যে সনকা হাসপাতালে কোভিড টেস্টের অনুমতি মেলায় আরও দ্রুততার সঙ্গে করোনা পরীক্ষার ফল জানা সম্ভব হবে এবং চিকিৎসার ক্ষেত্রে সুবিধা হবে।’

পার্থ পোবী, ভাইস প্রেসিডেন্ট, সনাকা হাসপাতাল
Like Us On Facebook