বুকিং করার পরেও সময়ে গাড়ি না আসায় কাঁকসার ২ নম্বর জাতীয় সড়কের পাশে অটোমোবাইল শোরুম থেকে ক্রেতার হাতে অপহৃত কর্মচারী। বুদবুদ থেকে আটক অভিযুক্ত সহ অপহৃত যুবক।
দুর্গাপুরের কাঁকসার বাঁশকোপা সংলগ্ন ২ নম্বর জাতীয় সড়কের ধারে একটি অটোমোবাইল শোরুমের সেলস্ এক্সিকিউটিভকে কিডন্যাপের অভিযোগ উঠল। বুদবুদের শেখ আরিফুল হক নামের এক ব্যাক্তি অক্টোবর মাসের ৩০ তারিখ একটি গাড়ি বুকিং করেন ১১ হাজার টাকা দিয়ে। ১ মাস পেরিয়ে যাওয়ার পরেও সেই গাড়ি আসেনি। মঙ্গলবার সকাল সাড়ে দশটা নাগাদ শেখ আরিফুল হক এবং তাঁর দলবল ওই অটোমোবাইল শোরুমে আসে। বুকিং করা গাড়ি এসেছে কিনা জানতে চায়। গাড়ি না আসায় এক কর্মচারীকে ঘাড় ধরে টাটাসুমোতে চাপিয়ে নিয়ে চলে যায় বলে অভিযোগ। শোরুমের অন্যান্য কর্মচারীদেরও হুমকি দেয় তাঁদেরও তুলে নিয়ে যাবে বলে। মুহুর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় কাঁকসা থানার পুলিশকে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার পুলিশ। পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে নিয়ে যায়। তদন্তের ভিত্তিতে বুদবুদ থানার পুলিশ বুদবুদ এলাকা থেকে টাটাসুমো গাড়ি সহ কিডন্যাপ হওয়া যুবককে উদ্ধার করে এবং অন্যান্যদের আটক করে।