চলতি বছরে বর্ধমানে প্রথম ঠাণ্ডার বলি হলেন অজ্ঞাত পরিচয় এক পঞ্চাশোর্ধ ব্যক্তি। মঙ্গলবার সকালে অজ্ঞাত পরিচয় প্রৌঢ়ের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল বর্ধমান থানার বেচারহাট এলাকায়। অতিরিক্ত ঠান্ডার কারণেই মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন স্থানীয়রা। মঙ্গলবার সকালে বেচারহাট এলাকায় ২ নং জাতীয় সড়কের ধার থেকে তাঁর দেহ উদ্ধার করে বর্ধমান থানার পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত দুদিন ধরে বেচারহাট এলাকায় বছর পঞ্চাশের ওই ব্যক্তিকে দেখতে পাওয়া যাচ্ছিল। যদিও তাঁর পরিচয় তিনি বলতে পারছিলেন না। তারপরই মঙ্গলবার সকালে ২ নং জাতীয় সড়কের ধারে বেচারহাট এলাকায় তাঁকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তাঁরাই খবর দেন পুলিশকে। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। দেহ ময়নাতদন্তের জন্য বর্ধমান হাসপাতালের পুলিশমর্গে পাঠানো হয়েছে। স্থানীয়দের দাবি, ২ নং জাতীয় সড়কের রাস্তার ধারে পড়েছিলেন ওই প্রৌঢ়। রাতে রাস্তার ধারে পরে থাকতে দেখে কয়েকজন স্থানীয় বাসিন্দা তাকে শীত নিবারণের জন্য বস্তাও দেন। আজ সকালে তাঁকে মৃত অবস্থায় দেখতে পান। অতিরিক্ত ঠান্ডার জন্যই তিনি মারা গেছেন বলে মনে করছেন স্থানীয়রা।

Like Us On Facebook