গেরুয়া পরিবারের অন্যতম সংগঠন সচেতন নাগরিক মঞ্চ বৃহস্পতিবার দুর্গাপুরের গান্ধী মোড় থেকে এক প্রতিবাদ মিছিল বের করে। মঞ্চের সদস্যরা একগুচ্ছ দাবি নিয়ে দুর্গাপুরের মহকুমা শাসক শঙ্খ সাঁতরার কাছে স্মারকলিপি জমা দেন। ধর্মাচরণে বাধা দান, রামনবমী কার্যক্রমে অনেক স্থানে পুলিশ অনুমতি না দেওয়ার পক্ষপাতিত্ব, পান্ডবেশ্বর, ভদ্রেশ্বর, টিটাগড়, বাঁশবেড়িয়ায় বিরোধীদের আক্রমণ, পুলিশী হয়রানি ও জামিন অযোগ্য ধারায় বিভিন্ন স্থানে পুলিশের কেস দেওয়া ও সিউড়িতে নিরস্ত্র রামভক্তদের উপর পুলিশের লাঠিচার্জ, সব ক্ষেত্রেই শাসকদলের দলদাস হয়ে পুলিশ বিজেপি কর্মীদের উপর অকথ্য অত্যাচার করছে বলে অভিযোগ করেন সচেতন নাগরিক মঞ্চের সদস্যরা। দুর্গাপুর মহকুমা শাসকের কাছে সচেতন নাগরিক মঞ্চ পুলিশী অত্যাচার বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহনের আর্জি জানান। মহকুমা শাসক বিষয়টি দেখার আশ্বাস দেন বলে জানা গেছে। বৃহস্পতিবারের এই মিছিলে প্রচুর মানুষ অংশ নেয়। ওয়াকিবহাল মহল মনে করছে দুর্গাপুরের পৌরসভা নির্বাচনকে পাখির চোখ করে রামনবমীর সাফল্যের পর শহরে একের পর এক গেরুয়া শিবিরের মিটিং মিছিল করে সংঘ পরিবার মানুষের মন জয়ের চেষ্টা করছে। এদিন আসানসোলেও একই দাবি নিয়ে সচেতন নাগরিক মঞ্চের পক্ষ থেকে মিছিল করে আসানসোলের মহকুমাশাসকের কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়।
Like Us On Facebook