পূর্বসূরি সৌমিত্র মোহনের স্বপ্নের প্রকল্প ‘অন্নপূর্ণা ফাউন্ডেশন’ কেমন চলছে তা বুধবার দেখে গেলেন পূর্ব বর্ধমানের জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব। উল্লেখ্য, অবিভক্ত বর্ধমানের তৎকালিন জেলাশাসক সৌমিত্র মোহন নানা কারণে শহরে আসা সাধারণ মানুষদের জন্য ১০ টাকার বিনিময়ে দুপুরে নিরামিষ আহারের কথা ভাবেন। তাঁর এই ভাবনাকে বাস্তবায়িত করতে বর্ধমান পুরসভা ছাড়াও এগিয়ে আসেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ সহ ব্যবসায়ী ও শিল্পপতিরা। এই প্রকল্পকে রূপায়িত করতে জেলাশাসককে সভাপতি করে অন্নপূর্ণা ফাউন্ডেশন নামে একটি ট্রাস্ট গঠন করা হয়। ২০১৫ সালের ১ মে বর্ধমান শহরের তিনকোনিয়া বাসস্ট্যান্ডের প্রতীক্ষালয়ে পথ চলা শুরু করে অন্নপূর্ণা ফাউন্ডেশন। ২ মে থেকে সর্বসাধারণের জন্য পুরোপুরি চালু হয়ে যায় এই ১০ টাকায় দুপুরের আহার। মেনুতে থাকে ভাত, ডাল, দুটি সবজি ও চাটনি। দুপুরে খাবার খাওয়ার জন্য প্রতিদিন সকাল ৯ টা থেকে ১১ টা পর্যন্ত ১০ টাকার বিনিময়ে কুপন সংগ্রহ করতে হয় কাউন্টার থেকে। এখানে প্রতিদিন ৬০০ – ৭০০ মানুষ তৃপ্তির সঙ্গে ১০ টাকায় পেট পুরে দুপুরের আহার সারছেন বলে জানা গেছে।
আর কয়েকদিন পর তৃতীয় বছরে পা দেবে অন্নপূর্ণা ফাউন্ডেশন। নতুন জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব অন্নপূর্ণা ফাউন্ডেশনের কাজকর্ম ও খাবারের গুণমান সহ বিভিন্ন বিষয় সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার পরিদর্শনে যান। তিনি খাওয়ার জায়গা, রান্নাঘর ঘুরে দেখার পাশাপাশি কথা বলেন যাঁরা খাবার খাচ্ছিলেন তাঁদের সঙ্গেও। এছাড়াও ফাউন্ডেশনের কর্মকর্তা ও কর্মীদের সঙ্গেও কথা বলেন। পরিদর্শনের পর জেলাশাসক ফাউন্ডেশনের কাজকর্মে সন্তোষ প্রকাশ করেন।