সারা বছর শ্রমিক কল্যাণ ও উন্নয়নমূলক কর্মকান্ডের মাধ্যমে জনসংযোগকে পাথেয় করেই দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী বিশ্বনাথ পাড়িয়াল এবার ভোট ময়দানে অবতীর্ণ হয়েছেন। দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় প্রতিদিন জোর কদমে প্রচার চলছে বিশ্বনাথ পাড়িয়ালের। রবিবার বিশ্বনাথ পাড়িয়াল দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের ২৯ নং ওয়ার্ড দেশবন্ধু নগর এলাকায় প্রচার করেন।
প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সাত বছরের রিপোর্ট কার্ড ভোটারদের কাছে তুলে ধরছেন বিশ্বনাথ পাড়িয়াল। সারা বছর ধরে বিভিন্ন জনকল্যাণমূলক কাজে যুক্ত থাকার কারণে প্রচারে যেখানেই যাচ্ছেন সেখানেই মানুষের আশাতীত সাড়া পাচ্ছেন। স্থানীয় মানুষকে হাত জোড় করে তাঁর নিজের জয়ের সঙ্গে সঙ্গে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী করার আবেদন রাখছেন। বিশ্বনাথ পাড়িয়াল এই বিষয়ে বলেন, ‘বিরোধীদের নিয়ে কোন কথা নয়। মানুষ জানে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আবদান। শান্তির প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মানুষের জন্য নানান প্রকল্প উপহার দেওয়া মমতা বন্দ্যোপাধ্যায়কেই বাংলার মানুষ মুখ্যমন্ত্রী হিসেবে ফের বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী করবে।