.

প্রবল শ্লোগান ও টানটান উত্তেজনার মধ্যে সোমবার দুর্গাপুর মহকুমা কার্যালয়ে যুযুধান দুই রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস ও বিজেপির দুর্গাপুর পূর্ব ও পশ্চিম এবং পান্ডবেশ্বরের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিলেন। দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রদীপ মজুমদার, বিজেপি প্রার্থী কর্নেল দিপ্তাংশু চৌধুরী, দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লক্ষণ ঘড়ুই, তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিশ্বনাথ পাড়িয়াল এবং পান্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী নরেন চক্রবর্তী ও বিজেপি প্রার্থী জীতেন্দ্র তেওয়ারি সোমবার মনোনয়নপত্র জমা দেন। এই ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমাকে কেন্দ্র করে দুর্গাপুরের মহকুমা কার্যালয় দুই দলের কর্মীদের শ্লোগানে প্রবল উত্তেজনা তৈরি হয়। সোমবার কড়া পুলিশি প্রহরায় বিজেপি ও তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা দুর্গাপুর মহকুমা কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন। প্রবল উত্তেজনা তৈরি হলেও শান্তিপূর্ণভাবে সোমবার মনোনয়নপত্র জমা দেওয়ার পর্ব শেষ হয়।

Like Us On Facebook