দোষীদের গ্রেফতারের দাবিতে শনিবার মৃতদেহ রাস্তায় রেখে পথ অবরোধে সামিল হলেন মৃতের পরিবারের লোকজন। অন্যায়ের প্রতিবাদ করায় এক ব্যক্তিকে পিটিয়ে মারার অভিযোগে উত্তপ্ত হল দুর্গাপুরের কাঁকসা থানার অন্তর্গত বিহারপুর গ্রাম। উত্তেজিত স্থানীয় বাসিন্দারা অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে মৃতদেহ রাস্তায় রেখে দিয়ে বিক্ষোভ শুরু করেন। মৃতের নাম কালিচরণ ব্যানার্জী(৩৮)। কালিচরণবাবু ও তাঁর স্ত্রী দুর্গাপুরের সেন মার্কেটে সবজি বিক্রি করে কোনোক্রমে সংসার চালাতেন।
অভিযোগ, কালিচরণ ব্যানার্জীর জেঠতুতো দাদা ও দুই ভাইপো প্রায়ই বাড়ির সামনে রাস্তার মধ্যে নোংরা ফেলতেন, নিত্যদিনই এই নিয়ে ঝামেলা হতো এই দুই পরিবারে। শান্তি চরমে পৌঁছোয় শুক্রবার সকালে। একইভাবে রাস্তায় আবর্জনা ফেলার প্রতিবাদ করেছিলেন কালিচরণবাবু। অভিযোগ, তার জেঠতুতো দাদা গৌরাঙ্গ ব্যানার্জী আর দুই ভাইপো বুদ্ধদেব ব্যানার্জী ও দিবাকর ব্যানার্জী কালিচরণবাবুকে ঘর থেকে বের করে নিয়ে গিয়ে ব্যাপক মারধর করে। এরপর গলায় ফাঁস দেওয়া কালীচরণবাবুর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এই ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। উত্তেজিত স্থানীয় বাসিন্দারা অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে দুর্গাপুর-বিহারপুর রোডে মৃতদেহ ফেলে রেখে বিক্ষোভ শুরু করেন। এই ঘটনার জেরে শনিবার ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে কাঁকসা থানার বিহারপুরে। জানা গেছে, শনিবার সন্ধ্যায় পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে না পেরে অভিযুক্তদের পরিবারের চারজন মহিলাকে আটক করে থানায় নিয়ে যায়।