দুর্গাপুরে বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল সাহিল সাজি নামের এক পোকল্যান চালকের সহকারীর। ঘটনাটি ঘটেছে রবিবার সকালে দুর্গাপুরের ৪৩ নং ওয়ার্ডের রায়ডাঙার উজ্জয়িনী পল্লীতে।

জানা গেছে, এদিন দুর্গাপুর পুরসভা ডেঙ্গি প্রতিরোধে উজ্জয়িনী পল্লীতে জমা জল নিকাশের জন্য একটি পোকল্যান যন্ত্র পাঠায়। জমা জল নিকাশের কাজ হচ্ছিল পোকল্যান যন্ত্রের সাহায্যে। সকাল ১১টা নাগাদ পোকল্যান চালকের সহকারি সাহিল বিশ্রাম নেওয়ার জন্য নর্দমার পাশে বসে ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, পোকল্যানের ড্রাইভার একটি বৈদ্যুতিক খুঁটিকে টানা দেওয়া তার ছিঁড়ে দিতেই বৈদ্যুতিক খুঁটি উপড়ে গিয়ে পরে সাহিলের গায়ে। সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় সাহিলের। এরপর কোক‌ওভেন থানায় খবর দেওয়া হয়। কোক ওভেন থানার ওসি সন্দীপ দাস ঘটনাস্থলে এসে মৃতদেহটি উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতাল পাঠায়।

খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন স্থানীয় বিধায়ক বিশ্বনাথ পাড়িয়াল। মেয়র পারিষদ জঞ্জাল এবং নিকাশি তথা ৩০ নম্বর ওয়ার্ডের পৌরমাতা রুমা পাড়িয়াল, পৌরসভার ২৩ নম্বর ওয়ার্ডের পৌরপিতা দেবব্রত সাঁই, ৪০ নম্বর ওয়ার্ডের পৌরপিতা সুভাষ মজুমদার, ৪১ নম্বর ওয়ার্ডের পৌরপিতা শিপুল সাহা এবং স্থানীয় পৌরপিতা চন্দ্রশেখর ব্যানার্জী। স্থানীয় কাউন্সিলর তথা ৪নং বরো চেয়ারম্যান চন্দ্রশেখর ব্যানার্জী জানান, ডেঙ্গি মোকাবিলায় নগর নিগমের তরফ থেকে জমা জল পরিষ্কারের জন্য কাজ চলছিল রবিবার। কোন সুপারভাইজার ছিল না। অসাবধানতাবশত এই দুর্ঘটনা ঘটেছে। মৃত ব্যক্তির পরিবারকে সমবেদনা জানাই। ভবিষ্যতে এই ধরণের ঘটনা যাতে আর না ঘটে সেদিকে লক্ষ্য রাখতে হবে। জানা গেছে, মৃত যুবকের পরিবারে খবর দেওয়া হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে দুর্গাপুর মহকুমা হাসপাতালে।


Like Us On Facebook