অন্ডালের উখরা ফাঁড়ির অন্তর্গত শঙ্করপুর ক্যান্টিন এলাকার বাসিন্দা মিতা কর্মকার গত তিন মাস ধরে অন্ধ্রপ্রদেশে তাঁর ছেলের কাছে গিয়েছিলেন। ফাঁকা বাড়ির সুযোগে মিতাদেবীর বাড়িতে হানা দেয় দুষ্কৃতির দল। এরপর মিতাদেবী বাড়ি ফিরে দেখেন তাঁর বাড়ির সমস্ত জিনিসপত্র চুরি হয়ে গেছে। শুক্রবার তিনি উখরা আউট পোস্টে ঘটনার লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ ওই এলাকা থেকেই মহম্মদ জহর আলি, সেখ দিলবর, সেখ সরগুর, সেখ গুলাম রসুল, সেখ আলমগীর, সেখ আলি হুসেন ও সেখ হান্নান নামে সাতজন দুষ্কৃতিকে গ্রেফতার করে। উদ্ধার হয় চুরি যাওয়া বিভিন্ন সামগ্রী। যার মধ্যে রয়েছে পোশাক, বাসনপত্র, সোনার গয়না, একটি ল্যাপটপ সহ আরও বেশ কিছু দ্রব্যাদি।

পুলিশ সুত্রে জানা গেছে, ধৃতরা প্রত্যেকেই ক্যান্টিন এলাকার বাসিন্দা। প্রসঙ্গতঃ দিন কয়েক আগে ওই একই এলাকায় এক ইসিএল আধিকারিকের বাড়িতেও চুরি হয়। পুলিশের প্রাথমিক অনুমান সেই চুরির পিছনেও এই দলটির হাত থাকতে পারে। এই চুরির পিছনে অন্য কোন দুষ্কৃতি জড়িত কিনা তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

Like Us On Facebook