বিজেপির বর্ধমান দক্ষিণ বিধানসভার কো-কনভেনার বিশ্বজিৎ সেন ওরফে খোকন সেনকে গ্রেফতার করল বর্ধমান থানার পুলিশ। বৃহস্পতিবার রাতে বর্ধমান থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে। জেলা পুলিশ সূত্রে জানা গেছে, খোকন সেনের বিরুদ্ধে একাধিক হিংসায় মদত দেওয়ার অভিযোগ ছিল। তাছাড়াও ভোট পূর্ববর্তী এবং পরবর্তী বেশ কিছু অভিযোগের ভিত্তিতে বিজেপির এই নেতাকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, এই নেতার বিরুদ্ধে একাধিক হিংসার ঘটনায় প্ররোচনা দেওয়া এবং জড়িত থাকার অভিযোগ রয়েছে। পুলিশ সেই সমস্ত অভিযোগের তদন্ত করছিল। এদিন শহরের ৩নং ইছলাবাদ এলাকা থেকে খোকন সেনকে গ্রেফতার করা হয়। তাঁর এই গ্রেফতারিকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতর। বিজেপি বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের কনভেনার কল্লোল নন্দন জানিয়েছেন, প্রতিশোধ স্পৃহা থেকে তৃণমূলের চক্রান্তে পুলিশ মিথ্যা অভিযোগে তাঁদের নেতা খোকন সেনকে গ্রেফতার করেছে। যদিও তৃণমূলের জেলা মুখপাত্র প্রসেনজিৎ দাস জানিয়েছেন, খোকন সেনের গ্রেফতারির সাথে তৃণমূলের কোন যোগ নেই। আইন মোতাবেক পুলিশ পুলিশের কাজ করছে।

Like Us On Facebook