দুর্গাপুরে শ্মশানের রাস্তা দখল করে প্রোমোটারি চক্র চালানোর অভিযোগ উঠল। ঘটনার প্রতিবাদ করায় স্থানীয় পুরমাতাকে হুমকি ও হেনস্তা করার অভিযোগ উঠল। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। ঘটনাস্থলে আসে বিশাল পুলিশবাহিনী ও কমব্যাট ফোর্স। সোমবার বেনাচিতির ১৫ নং ওয়ার্ডের অন্তগর্ত জেকে লেন এলাকায় একটি রাস্তাকে কেন্দ্র করে প্রোমোটারদের এবং মন্দির কমিটির মধ্যে বচসা শুরু হয়। সমস্যা মেটাতে এলে পুরমাতাকে হেনস্থা করা হয় বলে অভিযোগ। পুরমাতা অসীমা চ্যাটার্জীর অভিযোগ, বিজেপি নেতাদের নিয়ে প্রোমোটারি করছে বেশ কিছু দুষ্কৃতী। তাঁরাই এলাকা অশান্ত করার চেষ্টা করছে।
জানা গেছে, কয়েকদিন আগে থেকে আবাসন তৈরি হচ্ছে বেনাচিতির জেকে লেন সংলগ্ন এলাকায়। আবাসনের পাশে রয়েছে মন্দির। মন্দিরের পাশ দিয়ে চলে গেছে একটি রাস্তা। মন্দির কমিটির অভিযোগ, আবাসন তৈরি করা প্রোমোটাররা ওই রাস্তা দখল করার চেষ্টা চালাচ্ছে। অন্যদিকে, আবাসন কতৃপক্ষের দাবি, আবাসনের প্রবেশদ্বারের জন্য ওই রাস্তা ছেড়ে দিতে হবে। এই নিয়েই টানাপোড়েন চলছে বিগত কয়েকদিন ধরে। সোমবার সকালে এই নিয়েই শুরু হয় দুই পক্ষের মধ্যে বচসা। ১৫ নম্বর ওয়ার্ডের পুরমাতা সমস্যা সমাধান করতে এলে তাঁকেও হুমকি দেওয়ার অভিযোগ ওঠে প্রোমোটারদের বিরুদ্ধে।
ঘটনাস্থলে পৌঁছয় দুর্গাপুর থানার পুলিশ ও কমব্যাট ফোর্স সহ এসিপি প্রবুদ্ধ বন্দোপাধ্যায়। সমস্যা সমাধানের লক্ষ্যে মাপজোকের জন্য সাহায্য নেওয়া হয় দুর্গাপুর পুরসভার আমিনদের। পুরসভার আমিন মহম্মদ শেরাফত আলী জানান। মাপজোকর পর প্রাথমিকভাবে উঠে এসেছে এটি শ্মশানের রাস্তা। পূর্ণাঙ্গভাবে কয়েকদিন পর এই রিপোর্ট প্রকাশ করা হবে পুলিশের কাছে। আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি দুর্গাপুর প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায় জানান, পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।