দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারে ২২ নং ওয়ার্ডের বেঙ্গল অম্বুজা এলাকায় নিকাশি ব্যবস্থা নিয়ে দীর্ঘদিনের সমস্যা ছিল। অবশেষে প্রায় ৯৮ লক্ষ টাকা ব্যায় করে নিকাশি ব্যাবস্থার আধুনিকীকরণ করতে উদ্যোগী হল দুর্গাপুর নগর নিগম। আজ, সোমবার সকালে বেঙ্গল অম্বুজায় নারকেল ফাটিয়ে নিকাশি ব্যবস্থার আধুনিকীকরণ প্রকল্পের উদ্বোধন করেন দুর্গাপুর নগর নিগমের মেয়র অনিন্দিতা মুখোপাধ্যায়। এছাড়াও উপস্থিত ছিলেন মেয়র পারিষদ (পূর্ত) প্রভাত চ্যাটার্জি, ডেপুটি মেয়র অমিতাভ বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যরা। দীর্ঘদিন এলাকায় নিকাশি ব্যবস্থা বেহাল থাকায় দুর্গন্ধে পরিবেশ দূষতি হচ্ছে বলে অভিযোগ ছিল এলাকাবাসীর। দীর্ঘদিন এলাকাবাসীদের দাবি ছিল, নিকাশি আধুনিকীকরণের। অবশেষে এলাকাবাসীদের দাবি মেনে আধুনিকীকরণের প্রক্রিয়া শুরু হয়েছে। ইতিমধ্যেই টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এরপর বেহাল রাস্তা মেরামমতির কাজও শুরু হবে বলে জানান মেয়র অনিন্দিতা মুখোপাধ্যায়।

Like Us On Facebook