নোট বাতিলের প্রেক্ষাপটে নির্মিত বাংলা ছবি ‘শূন্যতা’র মুক্তি স্থগিত হয়ে গেল। ৩১ মার্চ ছবিটির মুক্তি পাবার কথা ছিল। সেই মত ছবির কলাকুশলীরা রাজ্যের বিভিন্ন জায়গায় ছবিটির প্রচার করছিলেন। দুর্গাপুরের জাংশন মলে সোমবার শূন্যতা’র প্রচার সারলেন ছবির পরিচালক শুভেন্দু ঘোষ সহ কলাকুশলীরা। এদিনের প্রচারে ছবিটির মুক্তি নিয়ে প্রচুর মানুষ আগ্রহ দেখালেন। কিন্তু তার কয়েক ঘন্টা পরই দুঃসংবাদটি পেলেন পরিচালক শুভেন্দু ঘোষ। সেন্সর বোর্ডের জুরিরা ছবিটি দেখে সন্তুষ্ট না হওয়ায় ৩১ মার্চ শূন্যতা’র মুক্তি স্থগিত করে দেন বলে পরিচালক শুভেন্দু ঘোষের অভিযোগ। বর্ধমান ডট কম কে শূন্যতা’র পরিচালক শুভেন্দু ঘোষ বলেন নোট বাতিলের পরবর্তী সময়ে মানুষ কি সামাজিক দূরাবস্থায় পড়েছিলেন সেই ছবিই তুলে ধরা হয়েছে দেশের প্রথম নোট বাতিলের উপর ছবি শূন্যতায়। শুভেন্দুবাবুর আরো অভিযোগ জুরিরা কোনভাবেই সোমবার সিদ্ধান্ত নিতে পারলেন না ছবিটি কোন ক্যাটাগরিতে ফেলা যাবে। অথচ ছবিটিতে এমন কিছুই নেই যা নিয়ে জুরিদের এতো ভাবার বিষয় রয়েছে। শুভেন্দুবাবুর আরও অভিযোগ আসলে রাজনৈতিক কারণেই আমার ছবি শূন্যতা’র মুক্তি স্থগিত করে দিলেন সেন্সর বোর্ডের জুরিরা। মুম্বাই সেন্সর বোর্ডের কাছে পাঠিয়ে দিল এবং শূন্যতা’র মুক্তিও অনিশ্চিত হয়ে পড়ল। এটা খুবই দুর্ভাগ্যের বিষয়। এটা শিল্পীসত্তার উপর হস্তক্ষেপ ছাড়া আর কিছুই নয়। জানা গেছে প্রায় ৩৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত বাংলা ছবি শূন্যতা নোট বাতিলের কোপে পড়া সাধারণ মানুষের দূরাবস্থার গল্প। এই ছবিতে তুলে ধরা হয়েছে নোট বন্দির ফলে শ্রমজীবি মানুষের দূরাবস্থার কথা, এই অংশের শুটিং হয়েছে রানীগঞ্জের খোট্টাডিহি কোলিয়ারিতে এছাড়াও মধ্যবিত্ত ও পূঁজিপতি বা ধনবানদের দূরাবস্থার কথাও আছে এই ছবিতে।
নিজের প্রথম ছবির জন্য দুবাইতে অনুষ্ঠিত গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা অভিষেককারী পরিচালকের পুরষ্কার পেয়েছিলেন শুভেন্দু ঘোষ। তাঁরই পরিচালিত শূন্যতা’র মুক্তি এখন স্থগিত হয়ে গেল। ৩৫ লাখ টাকা খরচ করে ছবির মুক্তি অনিশ্চিত হয়ে পড়ায় প্রযোজক ও পরিচালকের মাথায় হাত।