অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের এক ব্যক্তির ব্যাঙ্কের অ্যাকাউন্ট হ্যাক করে টাকা আত্মসাৎ করার অভিযোগে অন্ধপ্রদেশের পুলিশ ও দুর্গাপুরের কাঁকসা থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে পানাগড় থেকে শ্যাম মণ্ডল নামের এক হ্যাকারকে গ্রেপ্তার করে সোমবার বিশখাপত্তনম নিয়ে যাবার আগে দুর্গাপুর আদালতে তুললো। পুলিশ সূত্রে জানা গেছে পানাগড়ের শ্যাম মণ্ডল নামের এক যুবক ও তার সহকারি বিশাখাপত্তনমের রবি রতনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে বেশ কয়েক দফায় মোট ৬৫ হাজার টাকা তুলে নেয়। আ্যাকাউন্ট হ্যাক হয়ে টাকা আত্মসাৎ হয়েছে বুঝতে পেরে ওই ব্যক্তি স্থানীয় পুলিশকে বিষয়টি জানান। বিশাখাপত্তনমের সাইবার ক্রাইম সেলের বিশেষজ্ঞরা বিস্তারিত খোঁজখবরের পর পানাগড়ের শ্যাম মন্ডল ও তার এক সহযোগী যে এই কুকীর্তিটি করেছে সেই বিষয়ে নিশ্চিত হয়। এরপরই কাঁকসা থানার পুলিশকে বিশাখাপত্তনমের পুলিশ শ্যামের কুকীর্তির কথা জানায়। রবিবার যৌথ অভিযানে শ্যাম পুলিশের জালে ধরা পড়লেও তার সহযোগী পালিয়ে যায়। সোমবার বিশাখাপত্তনম পুলিশ প্রতারক শ্যাম মণ্ডলকে দুর্গাপুর আদালতে তুলে ট্রানজিট রিমান্ডে বিশাখাপত্তনম নিয়ে যায়। জানা গেছে শ্যাম তার বন্ধুর ব্যাঙ্ক আকাউন্ট ব্যবহার করে ওই ব্যক্তির টাকা আত্মসাৎ করেছে। পুলিশ গোটা ঘটনার তদন্তে নেমেছে। এই খবর চাউর হতেই দুর্গাপুর শিল্পাঞ্চল জুড়ে চাঞ্চল্য ছড়ায়।

Like Us On Facebook