মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্ধমানের গোদায় আয়োজিত প্রশাসনিক সভা থেকে বৃহস্পতিবার দুপুরে ভার্চুয়াল মাধ্যমে উদ্বোধন করলেন দুর্গাপুরের শঙ্করপুরে রিজিওনাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির। এদিন বর্ধমান থেকে পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলার শতাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী। কলকাতায় বেলগাছিয়ার ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির পর দক্ষিণবঙ্গে চালু হওয়া এই রিজিওনাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি বিভিন্ন অপরাধমূলক কাজ বা দুর্ঘটনার ক্ষেত্রে ফরেন্সিক পরীক্ষার প্রয়োজনে পুলিশকে দ্রত সাহায্য করতে পারবে বলেই মনে করছেন পুলিশ আধিকারিকরা।

এই রিজিওনাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিটি দক্ষিণবঙ্গের পাঁচটি জেলা – পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এবং বীরভূমের বিভিন্ন অপরাধমূলক ঘটনার ফরেন্সিক পরীক্ষার ফল দ্রুত পেতে সক্রিয় ভূমিকা নেবে বলেও জানান স্টেট ফরেন্সিক ল্যাবরেটরির ডিরেক্টর জেনারেল অফ পুলিশ অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটর সঞ্জয় মুখার্জী। সঞ্জয়বাবু বলেন, ‘এই ফরেন্সিক ল্যাবে অত্যাধুনিক যন্ত্রপাতি বসানো হয়েছে। ফরেন্সিক পরীক্ষার প্রয়োজনে পুলিশকে সাহায্য করতে এখান থেকেই ফরেন্সিক বিজ্ঞানীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নমুনা সংগ্রহ করে আনতে পারবেন এবং দ্রুত ফরেন্সিক রিপোর্ট তৈরি করে পুলিশকে দিতে পারবেন, এরফলে যেমন চাপ কমবে কলকাতা ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির তেমনই দক্ষিণবঙ্গের বিভিন্ন অপরাধমূলক ঘটনার তদন্তে এবং বিচারের ক্ষেত্রে অনেক সময় বাঁচবে।

Like Us On Facebook