বৃহস্পতিবার দুপুরে পুর্ব ও পশ্চিম বর্ধমানের প্রশাসনিক সভা থেকেই সরকারি একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন পর্বের মাঝেই বর্ধমানের কাঞ্চন উৎসবের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এদিন সন্ধ্যায় এই উৎসবের সূচনায় উপস্থিত হলেন প্রখ্যাত অভিনেতা ও সমাজসেবী সোনু সুদ সহ রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু, প্রাণীসম্পদ বিকাশ দফতরের মন্ত্রী স্বপন দেবনাথ, জেলার একাধিক বিধায়ক, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ জনপ্রতিনিধিরাও।

বক্তব্য রাখতে গিয়ে সোনু সুদ বলেন, ‘আমার স্ত্রী কলকাতার আলিপুরের মেয়ে। অনেকবার এসেছি। এখানকার রসগোল্লা আমার অত্যন্ত প্রিয়।’ তিনি বলেন, ‘সমাজের মানুষের সঙ্গে থাকা, তাঁদের জন্য কিছু করাই প্রকৃত মানব ধর্ম।’ তিনি এদিন বলেন, ‘অভিনেতা হয়ে তিনি যতটা আনন্দ পেয়েছেন, তার থেকেও বেশি আনন্দ এবং খুশী হয়েছেন মানুষের জন্য কিছু করতে পেরে। সকলেই এগিয়ে আসুন সমাজের জন্য কিছু করার জন্য।’ এদিন বর্ধমানের এই কাঞ্চন উৎসবের ভিড়ে ঠাসা জনতাকে দেখে সোনু সুদ প্রতিশ্রুতি দেন, বর্ধমানের মানুষের যে কোন সাহায্য করতে তিনি ৩৬৫ দিনই তাঁদের পাশে থাকবেন। তা সে শিক্ষা থেকে মেডিকেল সমস্ত ক্ষেত্রেই তিনি সহায়তা করবেন। এদিন বক্তব্য রাখতে গিয়ে কাঞ্চন উৎসবের সভাপতি তথা বিধায়ক খোকন দাস জানান, যেহেতু আগেই এই উদ্বোধন অনুষ্ঠানের কর্মসুচী নেওয়া হয়েছিল, তাই মুখ্যমন্ত্রীর উদ্বোধনের পরও এই অনুষ্ঠান করা হয়েছে। তিনি জানিয়েছেন, ১০ ফেব্রুয়ারি পর্যন্ত এই উৎসব চলবে। প্রতিদিন রাতেই থাকছে বিভিন্ন সেলিব্রিটিদের অনুষ্ঠান।

Like Us On Facebook