.

রবিবার তিনটি জঙ্গলে মুক্ত করা হল চোরা কারবারিদের কাছ থেকে উদ্ধার করা প্রায় ৬০০ টিয়া পাখি। উল্লেখ্য, শনিবার গভীর রাতে পশ্চিম বর্ধমানের বাঁশকোপা টোল প্লাজায় বাসে করে পাচার হওয়ার সময় পাখিগুলি বাজেয়াপ্ত করে বনদফতরের আধিকারিকরা। বাসের চালক, খালাসি ছাড়াও আটক করা হয় মহম্মদ গুড্ডু ও পিন্টু খান নামে দুই পাচারকারিকে। রবিবার কাঁকসার দেউল পার্কের জঙ্গলে ২০০ টি, লাউদোহার তিলাবনি ফরেস্টে ২০০ টি ও বীরভূমের ওয়াইল্ডলাইফ সেন্টারে বাকি টিয়া পাখিগুলিকে মুক্ত করা হয়। বনদফতরের এডিএফও সোমনাথ চৌধুরী জানান, পাখিগুলি ঝাড়খন্ড থেকে আনা হচ্ছিল। উদ্দেশ্য ছিল কলকাতার বাজারে পাচার করা। উত্তরপ্রদেশ, কলকাতা থেকে বাংলাদেশ পর্যন্ত এই পাচারকারীরা সক্রিয় বলে জানান সোমনাথবাবু।

Like Us On Facebook