ফাইল চিত্র

দুর্গাপুরের দামোদর ব্যারেজের ব্রিজের বয়স ৬৫। তাই ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা শুরু হচ্ছে। দু’বার লকগেট বিপর্যয়ের পরে লকগেট পাল্টানোর কাজের পাশাপাশি ব্রিজের স্বাস্থ্য পরীক্ষার দাবি ওঠে। ১ ফেব্রুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত ব্রিজের স্বাস্থ্য পরীক্ষার কাজ চলবে। আর এই সময়ে দামোদর ব্যারেজের উপরে ব্রিজের রাস্তায় যানবাহন চলাচলে নিয়ন্ত্রণ করা হবে বলে জানা গেছে।

উল্লেখ্য, তিন বছরের মধ্যে দু’বার লকগেট ভেঙে বিপত্তি ঘটে দুর্গাপুর ব্যারেজে। জলের সমস্যায় পড়তে হয় দুর্গাপুরবাসীকে। পাশাপাশি জলের অভাবে দুর্গাপুর শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানায় উৎপাদনে প্রভাব পড়েছিল। সেচ দফতরের নজরদারি নিয়েও উঠেছিল প্রশ্ন। এর পরই নড়েচড়ে বসে সেচ দফতর। দ্বিতীয়বার লকগেট বিপর্যয়ের সময় দুর্গাপুর ব্যারেজের উপর ব্রিজের স্বাস্থ্য নিয়ে উঠেছিল প্রশ্ন। কারণ এই ব্রিজের বয়স প্রায় ৬৫ বছর। অবশেষে ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা নিয়ে তৎপর হল সেচ দফতর। এই ব্রিজ যথেষ্টই গুরুত্বপূর্ণ। পশ্চিম বর্ধমানের সঙ্গে বাঁকুড়া জেলার যোগাযোগের এটি প্রধান রাস্তা। এই ব্রিজের স্বাস্থ্য পরীক্ষার জন্য আগামী কাল থেকে ব্রিজের উপর যান নিয়ন্ত্রণ করা হবে বলে সেচ দফতরের তরফে জানানো হয়েছে। সেচ দফতরের আধিকারিক গৌতম ব্যানার্জী জানান, ব্রিজের স্বাস্থ্য পরীক্ষার জন্য ১ ফেব্রুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত ব্যারেজের উপরের ব্রিজে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। সকাল ১১ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত ওয়ান ওয়ে করে যান চলাচল করবে। ১৪ ফেব্রুয়ারি সম্পূর্ণভাবে যান চলাচল বন্ধ থাকবে।

Like Us On Facebook