গতকাল দুর্গাপুরের আকবর রোডে বাইক দৌরাত্মের প্রতিবাদ করতে গিয়ে ভোজালির কোপ কান্ডে দুর্গাপুর পুলিশ স্থানীয় বাসিন্দা অভিযুক্ত সুমন শেঠ ও আলি হোসেন নামে দুই যুবককে গ্রেপ্তার করে বুধবার দুর্গাপুর আদালতে তোলে। ধৃতদের জেল হেফাজত হয়েছে বলে জানা গেছে। এদিকে আহত প্রতিবাদির শারীরিক অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।