বর্ধমানের কলেজ অফ আর্ট অ্যান্ড ডিজাইনের পড়ুয়ারা বুধবার ফল প্রকাশের দাবিতে বিক্ষোভ দেখালেন। ছাত্র-ছাত্রীদের অভিযোগ সামনেই চতুর্থ বর্ষের পরীক্ষা কিন্তু তৃতীয় বর্ষের পরীক্ষার ফলাফল এখনও প্রকাশ করেনি কলেজ কর্তৃপক্ষ। পড়ুয়ারা বলেন, ‘ফল প্রকাশের দাবিতে আমরা কলেজের সামনে শান্তিপূর্ণ ভাবে বিক্ষোভ প্রদর্শন করছিলাম। ফল প্রকাশের কোন আশ্বাস দেওয়ার পরিবর্তে কলেজ কর্তৃপক্ষ আমাদের গায়ে হাত তুলেছেন।’