বার্নপুরের বাসিন্দা অনিতা দাস কন্যা সন্তান প্রসব করেন ২৭ জানুয়ারি। গর্ভস্থ অবস্থায় শিশুটির হার্নিয়া ধরা পড়ে এবং হৃদযন্ত্রটিও বামদিকের পরিবর্তে অনেকটাই ডানদিকে সরে ছিল। ফুসফুসও সঠিক ভাবে কাজ করছিল না। পাকস্থলী, লিভার সব কিছু বুকের উপরের দিকে উঠে ছিল। শিশুটির জটিল অস্ত্রোপচার করা হয়। আর বাঁকুড়ার মেজিয়া পাওয়ার প্ল্যান্টের আবাসনের বাসিন্দা সুধা সিং ২৯ জানুয়ারি একটি পুত্র সন্তানের জন্ম দেন। সদ্যজাত শিশুটির খাদ্যনালি ঠিকমত তৈরি হয়নি বলে জানা যায়। জন্মের ১৮ ঘন্টার মধ্যেই শিশুটির কৃত্রিম খাদ্যনালি স্থাপন করা হয়। দুর্গাপুরের মিশন হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞরা দুটি শিশুকেই জটিল অস্ত্রোপচার করে সুস্থ জীবনে ফিরিয়ে দিলেন।

বৃহস্পতিবার সকালে দুর্গাপুরের মিশন হাসপাতালের চেয়ারম্যান ডা. সত্যজিৎ বসু সাংবাদিক সম্মেলন করে দুটি শিশুর জন্মের পর সঙ্কটময় অবস্থা তুলে ধরে তাদের সুস্থ জীবনে ফিরিয়ে দেওয়ার দাবি করেন। মিশন হাসপাতালের শিশুরোগ বিভাগের প্রধান ডা. যোশী আনন্দ সাংবাদিক সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের বলেন দুটি শিশুই জটিল শারীরিক সমস্যা নিয়ে জন্মেছিল। এই ধরণের জটিল রোগে সাধারণত বাঁচার আশা থাকে না। অত্যন্ত ঝুঁকি নিয়ে আমরা অস্ত্রোপচার করে শিশুদুটিকে সুস্থ জীবনে ফিরিয়ে দিতে পেরেছি। মিশন হাসপাতালের শিশু বিভাগের প্রধান ডা. যোশী আনন্দ এই সফল অস্ত্রোপচারের সঙ্গে যুক্ত শিশু বিশেষজ্ঞ, নার্স সহ গোটা মেডিকেল টিমকে কাঁধে কাঁধ মিলিয়ে সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানান এদিন।

মিশন হাসপাতালের চেয়ারম্যান ডা. সত্যজিৎ বসু বলেন, ‘সাধারণত মানুষের ধারণা বেসরকারি হাসপাতাল মানে চিকিৎসা করাতে প্রচুর খরচ হয়। কিন্ত মিশন হাসপাতালে এই ধরনের জটিল শারীরিক সমস্যা নিয়ে জন্মানো নবজাতকদের ক্ষেত্রে মিশন হাসপাতাল টাকার চিন্তা করে না। উল্টে শিশুটিকে কিভাবে সুস্থ জীবনে ফিরিয়ে দেওয়া যায় সেই বিষয়েই বেশী নজর দেয় মিশন হাসপাতাল কর্তৃপক্ষ।’ তিনি আরও বলেন, ‘আমাদের হাসপাতালে শিশুদের জন্য নার্স থেকে শিশু বিশেষজ্ঞ সহ হাসপাতালের সমস্ত কর্মীরা অনেক বেশি সংবেদনশীল।’

এদিকে শিশু দুটি সুস্থ জীবনে ফিরে পাওয়ায় অনিতা দাস ও সুধা সিংয়ের মুখে হাসি ফোটে। কোলে নিজেদের সন্তানদের নিয়ে অনিতাদেবী ও সুধাসিং বলেন, ‘এখন আমাদের বাচ্চারা সম্পুর্ণ সুস্থ। আমরা এবার বাচ্চাদের নিয়ে বাড়ি ফিরব। চিকিৎসকরা যে ভাবে বাচ্চাদের যত্ন নিতে বলেছেন আমরা তেমন ভাবেই যত্ন নেব।’

Like Us On Facebook