মধ্যচ্ছদার বিরল রোগে আক্রান্ত সদ্যজাতকে সুস্থ করে তুলল দুর্গাপুরের বিবেকানন্দ হাসপাতাল। মারাত্মক শ্বাসকষ্ট সহ আট দিনের এক শিশুপুত্রকে বিবেকানন্দ হাসপাতালে ভর্তি করেন তার আত্মীয়রা। জন্মের পর থেকেই বাচ্ছাটির শ্বাসকষ্ট সহ মাতৃদুগ্ধ পানের ক্ষেত্রে ভীষণ সমস্যা হচ্ছিল। তখন ডাক্তাররা তাকে দুর্গাপুরের বিবেকানন্দ হাসপাতালে রেফার করেন।
দুর্গাপুরের বিবেকানন্দ হাসপাতালের ডাক্তাররা এক্স-রে সহ অন্যান্য পরীক্ষা-নিরিক্ষা করে দেখেন বাচ্ছাটি মধ্যচ্ছদা সংক্রান্ত একটি বিরল এবং জটিল রোগে (Eventration of Diaphragm) আক্রান্ত। ডাক্তাররা দেখেন বাচ্ছাটির মধ্যচ্ছদার একটি অংশ অস্বাভাবিক রকম পাতলা এবং ত্রুটিপূর্ণ। মধ্যচ্ছদার ওই দুর্বল অংশ দিয়ে কিছু অঙ্গ-প্রত্যঙ্গ ফুসফুসের উপর চাপ সৃষ্টি করছে। ফলে শিশুটির শ্বাস-প্রশ্বাসের প্রণালী বাধা পাচ্ছে। ডাক্তাররা দ্রুত অপারেশনের সিদ্ধান্ত নেন। ডাঃ সি. এস. সিং -এর নেতৃত্বে বিবেকানন্দ হাসপাতালের পেডিয়াট্রিক সার্জেনদের একটি মেডিকেল টিম বাচ্ছাটির মধ্যচ্ছদার ওই ত্রুটি নিখুঁতভাবে পুনর্গঠিত করতে সক্ষম হন, এর ফলে শিশুটি নবজীবন পেল। অস্ত্রোপচারের পর ডাক্তাররা শিশুটিকে ২৪ ঘন্টার পর্যবেক্ষণে রাখেন। ডাক্তারদের দাবি শিশুটি এখন সম্পূর্ণ সুস্থ। অস্ত্রোপচারের ৭ দিন পর বাচ্ছাটিকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। শিশুটি নবজীবন লাভ করায় তার পিতা-মাতা খুব খুশি এবং ডাক্তারবাবুদের ভূয়সী প্রশংসা করেন।
বিবেকানন্দ হাসপাতালের ডেপুটি জেনারেল ম্যানেজার সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন,”দক্ষিণবঙ্গের অন্যতম বেসরকারি হাসপাতাল হল বিবেকানন্দ হাসপাতাল। এখানের বিশিষ্ট চিকিৎসকরা আন্তরিকভাবে মুমুর্ষ রোগীদের সুস্থ করে বাড়ি ফিরিয়ে দিচ্ছেন। এই শিশুটিকেও সুস্থ করে মায়ের কোলে ফিরিয়ে দিতে পেরে আমরা খুশি।”