child-rights-dgp2১৪-২০ নভেম্বর জেলাজুড়ে ‘শিশু অধিকার’ সপ্তাহ পালিত হচ্ছে। শিশু অধিকার সপ্তাহ পালন উপলক্ষ্যে শুক্রবার দুর্গাপুরের সৃজনী সভাগৃহে এক আলোচনা চক্রের আয়োজন করা হয়। আজ সকালে শিশুদের নিয়ে প্রভাতফেরি বের হয়। প্রায় ১৬০ জন স্পেশাল চাইল্ড এই অনুষ্ঠানে অংশ নেয়। জেলা প্রশাসনের উদ্যোগে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। দুর্গাপুরের মহকুমাশাসক শঙ্খ সাঁতরা, দুর্গাপুর নগর নিগমের মেয়র অপূর্ব মুখার্জী, বর্ধমান জেলা শিশু অধিকার দপ্তরের আধিকারিক সুদেষ্ণা মুখার্জী, দুর্গাপুর মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক শান্তনু চক্রবর্ত্তী সহ অন্যান্যরা শিশু অধিকার নিয়ে বক্তব্য রাখেন।