দুর্গাপুরের অন্যতম বড় পুজো দুর্গাপুর স্টিল টাউনশিপের মার্কনি দক্ষিণ পল্লী সার্বজনীন দুর্গাপুজো এবার ৬০ বছরে পদার্পণ করল। বরাবরই মার্কনি দক্ষিণ পল্লী সার্বজনীন দুর্গাপুজো কমিটি বিগ বাজেটের সাড়া ফেলা পুজোর আয়োজন করে থাকে। কিন্তু এবার করোনা আবহে এখানে অন্যান্যবারের মত বিগ বাজেটের পুজো হচ্ছে না। বাজেট কাটছাঁট করে কম বাজেটে ছোট আকারে প্রশাসনের যাবতীয় নির্দেশমত দুর্গোৎসবের আয়োজন করেছেন এই পুজোর উদ্যোক্তারা।
মার্কনি দক্ষিণ পল্লী সার্বজনীন দুর্গাপুজো কমিটির সম্পাদক স্বপন বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমরা শস্যশ্যামলা গ্রাম বাংলার রূপ তুলে ধরতে ধানের গোলায় মা দুর্গার আরাধনা করছি। মণ্ডপের ভিতরে রাজস্থানি ঘরানার নানা ধরণের কাজ থাকছে। কৃষ্ণ লীলার বিভিন্ন মূহুর্ত তুলে ধরা হবে মণ্ডপের ভিতরে। সঙ্গে থাকবে মণ্ডপের সঙ্গে মানানসই দুর্গা প্রতিমা ও আলোক সজ্জা।’ স্বপনবাবু আরও বলেন, ‘এবার করোনা আবহে পুজো হচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে পুজো করতে হচ্ছে। তাই দর্শকরা যাতে সামাজিক দুরত্ব বজায় রাখেন এবং দর্শনার্থীদের মুখে মাস্ক ও হাতে স্যানিটাইজার তুলে দিতে মণ্ডপে প্রচুর স্বেচ্ছাসেবী নামানো হবে। দর্শনার্থীদের ভিড় এড়ানোর সমস্ত ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যেই আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার সুকেশ জৈন আমাদের পুজো পরিদর্শন করেছেন। আমরা সরকারের নির্দেশ মেনেই পুজো করছি।’