গতবছর তারাপীঠের আদলে মন্ডপ গড়ার পর দুর্গাপুরের এমএএমসির মামড়া বাজার সার্বজনীন দুর্গাপুজা কমিটির এবারের থিম ‘মধু মহল’। মণ্ডপে জঙ্গলের পরিবেশ তুলে ধরা হবে। সঙ্গে থাকবে মৌমাছি এবং ছোট বড় নানান আকারের মৌচাক। তবে সবই হচ্ছে ওয়াটার কোডেড সিনথেটিক দিয়ে। তাই পুজোয় বৃষ্টির সম্ভবনা থাকলেও নির্ভয়ে মণ্ডপ তৈরি করেছেন নদিয়ার শিল্পী রবি পাল।
জানা গেছে, শিল্পী রবি পাল গত একমাস ধরে ২২ জন সহশিল্পী নিয়ে অক্লান্ত পরিশ্রম করে মামড়া বাজারের পুজো মণ্ডপে বনাঞ্চল পরিবেশে মৌমাছির মধু সংগ্রহের দৃশ্য তুলে ধরেছেন। মণ্ডপে থাকবে মানানসই সাবেকি দুর্গা প্রতিমা। পুজো মণ্ডপ সহ গোটা এলাকা রঙীন করে তুলতে গোটা এলাকায় মনমাতানো রঙ বেরঙের আলোতে মুড়ে ফেলা হচ্ছে। মামড়া বাজার সার্বজনীন দুর্গা পুজা কমিটির সম্পাদক খোকন দাস বলেন, ‘সবুজ ধ্বংসের কারণে মৌমাছি ও মৌচাক আজ বিলুপ্তির পথে। ফলে বাজারে ভালো মানের মধুর অমিল। সেই কথা মাথায় রেখে এবার আমরা ‘মধু মহল’ থিম করেছি। মণ্ডপে থাকবে প্রচুর কৃত্রিম মৌমাছি ও মৌচাক। নদিয়ার শিল্পী রবি পাল এই মধু মহল থিম বাস্তবায়ন করেছেন আমাদের মণ্ডপে। এবার আমাদের বাজেট ১০ লাখ টাকার মতো।’